reporterঅনলাইন ডেস্ক
  ২৩ মার্চ, ২০২৩

আজকের সাহরির শেষ সময়

ফাইল ছবি

আরবি শাবান মাসের শেষ দিন আজ। সে হিসেবে দিনের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে পবিত্র রমজান। মহিমান্বিত এই মাসকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন মুসলিম সমাজ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে তারাবি নামাজ পড়তে হবে। আর শেষ রাতে সাহরি খেতে হবে। সাহরি ও ইফতারের সময় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাহরি ও ইফতারের সময়সূচি আগে থেকে ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত রাত ৪টা ৩৯ মিনিট পর্যন্ত সাহরি খাওয়া যাবে। ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে ৪টা ৪৫ মিনিটে। এটি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।

সাহরির শেষ সময় সতর্কতামূলক সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।

তাই সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এ ছাড়া সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

সারা দেশের সময়সূচি দেখতে ক্লিক করুন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুমিন,সাহরি,তারাবি,রমজান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close