সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০৪ জুন, ২০২৩

বিএনপি কখনো ক্ষমতায় আসবে না, চ্যালেঞ্জ শামীম ওসমানের

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, ‘আগামী নির্বাচন তো দূরের কথা এরপরের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসবে না। এটা আমার চ্যালেঞ্জ। বিএনপি ক্ষমতায় আসতে পারবেও না এবং কখনো ক্ষমাতায় আসবেও না।’

শনিবার (৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপস্থিত জনতার উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আপনারা নিশ্চয়ই সবকিছু খেয়াল করেছেন। আমি আগেই বলেছিলাম মে-জুন মাসে বাংলাদেশের রাজনীতিতে একটি খেলা শুরু হবে এবং যেই খেলাটা হবে সেটা হচ্ছে দেশটাকে ধ্বংস করার খেলা। এক দিকে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য শুধু রাজনৈতিক দল না এর বাইরেও বিদেশের বড় বড় শক্তি এখন বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের ভৌগোলিক সীমারেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ভৌগোলিক সীমারেখার ওপরও বিভিন্ন শক্তির নজর পড়েছে। এই নজর যারা দিয়ে তারা দেশটাকে তাদের আয়ত্ত্বে নিতে চায়। আয়ত্ত্বে নিতে তারা প্রথম বাধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিহ্নিত করেছে।’

তিনি বলেন, ‘এখন টার্গেট একটাই শেখ হাসিনাকে সরানো। এই টার্গেট নিয়ে গত এক বছর বিএনপি এবং আগামী কয়েক দিনের মধ্যে জামায়াতসহ আরো কিছু দল মাঠে নেমে এসেছে। এদের উদ্দেশ্য হচ্ছে যেকোনো উপায়ে নির্বাচন বন্ধ করা।’

বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্য তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘মির্জা আব্বাস বলেছেন, পুলিশের নামে লিস্ট কর। এদের কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের ওপর ভরসা রেখে বলতে চাই বাংলদেশে বিএনপি আর ক্ষমতায় আসবে না।’

তিনি বলেন, ‘২০০১ সালের পর যে অত্যাচার নারায়ণগঞ্জে হয়েছে পাঁচ বছরে আমাদের কত মানুষকে মারা হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের হত্যা করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি। আমরা ঘুমাতে পারিনি। বছরের পর বছর আমাদের নেতাকর্মীদের দেশ ছেড়ে থাকতে হয়েছে। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের নামে।’

নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘হঠাৎ করেই নারায়ণগঞ্জের রাজনীতিতে কিছু পরিবর্তন এসেছে। কেউ মনে করবেন না আমি অন্ধভাবে চলি। আমি সব এলাকার খবর রাখি। আওয়ামী লীগ করবেন, ভালো কথা। আমাদের সাচ্চা আওয়ামী লীগ কর্মী দরকার। ওই আওয়ামী লীগ দরকার নেই যে বিএনপির সঙ্গে কিংবা অন্য কারো সঙ্গে নিজের আখের গোছানোর জন্য, নিজের ভালো থাকার জন্য সম্পর্ক রাখবেন, গোপনে যোগাযোগ রাখবেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে টাকা দিয়ে সাহায্য করবেন এ আওয়ামী লীগ দরকার নেই।’

সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মতিন মাস্টার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শামীম ওসমান,বিএনপি,সিদ্ধিরগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close