সিলেট ব্যুরো

  ২৪ অক্টোবর, ২০১৮

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু, মঞ্চে কামাল-ফখরুল

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ শুরু হয়েছে। বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে নির্ধারিত সময় অনুযায়ী বেলা ২টায় শুরু হয় সভা।

এরইমধ্যে জনসভাস্থলে পৌঁছেছেন জোটের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন এবং বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেলা আড়াইটায় সভাস্থলে এসে পৌঁছান তারা। এছাড়া বাকি অতিথিরাও মঞ্চে উঠেছেন।

দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন- জোটের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

এছাড়াও সমাবেশে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। এরইমধ্যে নেতৃবৃন্দের অনেকে মঞ্চে এসে পৌঁছেছেন। সমাবেশে দলে দলে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন।

এর আগে বেলা ১২টা থেকেই খণ্ড খণ্ড মিছিলে সভাস্থলে আসতে শুরু করেন জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা। সময় বাড়ার সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় রেজিস্ট্রি মাঠ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট,ঐক্যফ্রন্ট,সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close