reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মার্চ, ২০১৮

‘সোহরাওয়ার্দীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে’

সোহরাওয়ার্দীতে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে নিবন্ধিত হওয়ার পর এ বছর জনগণের মধ্যে যে প্রবল আগ্রহের ঢেউ সৃষ্টি হয়েছে, তাতে বুধবারের জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আমরা আশা করছি।

জনসভা থেকে জনগণকে কী বার্তা দেয়া হবে বলে জানতে চাইলে তিনি বলেন, এ বছরের ৭ মার্চের তাৎপর্য হলো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে দেশের তৃণমূলে ছড়িয়ে দেয়া।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ মার্চের নতুন তাৎপর্য নিয়ে ভাষণ দেবেন। মুক্তিযুদ্ধের চেতনা তৃণমূলে পৌঁছে দেয়ার জন্যও স্বাধীনতা প্রিয় মানুষের প্রতি আহ্বান জানাবেন তিনি।’

তিনি বলেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি এখনো নির্মূল হয়নি। এ অশুভ শক্তি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে অন্তরায় সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে বাধা দূর করতে স্বাধীনতাবিরোধী শক্তি সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প ছড়াচ্ছে, তা উৎপাটন করার জন্য দেশের মানুষের কাছে সহযোগিতা চাইবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী বিজয়ের মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যাতে বিজয়ী হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেজন্য আওয়ামী লীগের প্রতি আস্থার রাখার জন্যও প্রধানমন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানাবেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোহরাওয়ার্দীর জনসভা,জনসমুদ্র,কাদের
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist