প্রতিদিনের সংবাদ ডেস্ক
২১ অক্টোবর, ২০২৪
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে গোপাল কৃষ্ণ দেবনাথ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হলেন গোপাল কৃষ্ণ দেবনাথ।
গত শনিবার স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই দায়িত্ব দেন।
এতে এলজিইডির পরিকল্পনা, ডিজাইন ও গবেষণা ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) গোপাল কৃষ্ণ দেবনাথকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলীর ‘রুটিন দায়িত্ব’ দেওয়া হয়।
গোপাল কৃষ্ণ দেবনাথ এলজিইডিতে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে সুনামের সঙ্গে চাকরি করে আসছেন বলে জানা গেছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন