reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জানুয়ারি, ২০২৪

উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লার লাকসাম উপজেলার এ মালেক ইন্সটিটিউট (রেলওয়ে উচ্চবিদ্যালয়) ভোট দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।  ছবি : প্রতিদিনের সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার লাকসাম উপজেলার এ মালেক ইন্সটিটিউট (রেলওয়ে উচ্চবিদ্যালয়) ভোট দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট দেন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকে ষষ্ঠবারের মতো প্রার্থী হয়েছেন মো. তাজুল ইসলাম। এর আগে এই আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

সর্বশেষ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকারমন্ত্রী,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close