reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২৩

পুলিশের নতুন ৬ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি

বাংলাদেশ পুলিশে আরও ছয়জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজন একই পদে চলতি দায়িত্বে ছিলেন। আর চারজন ডিআইজিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসংক্রান্ত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশ সদর দপ্তরে প্রশাসনের চলতি দায়িত্বে থাকা কামরুল আহসান ও এসবির মনিরুল ইসলামকে অতিরিক্ত আইজিপি গ্রেড-১ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

ডিআইজি থেকে যাঁরা অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হিসেবে পদোন্নতি পেয়েছেন তাঁরা হলেন—পুলিশ সদর দপ্তরের জামিল আহমেদ, ওয়াই এম বেলালুর রহমান, পুলিশ স্টাফ কলেজের হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর পুলিশের মীর রেজাউল আলম।

অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতির এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে বলে জানা গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পুলিশ,অতিরিক্ত আইজিপি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close