নিজস্ব প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০২২

মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২৫ আগস্ট হরতাল ডেকেছে বামপন্থিরা

ছবি : প্রতিদিনের সংবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ২৫ আগস্ট আধাবেলা হরতাল ডেকেছে বামজোট এবং ৯ সংগঠন। মঙ্গলবার (১৬ আগস্ট) বাম গণতান্ত্রিক জোট এবং ৯ সংগঠন এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়।

বাম গণতান্ত্রিক জোট বেলা ১১টায় পল্টন মোড় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিল শাহবাগে পৌঁছালে পুলিশের বাধায় অবস্থান-সমাবেশ করে। সেখান থেকে আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার সারা দেশে অর্ধদিবস (৬টা-১২টা) হরতালের ডাক দেওয়া হয়। ওই সমাবেশে সভাপতিত্ব করেন বাম জোটের আহ্ববায়ক, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার। বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী)-এর সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

অপরদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে ৯ সংগঠনের সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম, জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস, গণমুক্তি ইউনিয়ন আহŸায়ক নাসিরউদ্দিন আহমেদ নাসু, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ সভাপতি মাসুদ খান।

সভাশেষে সভাপতি জাফর হোসেন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৫ আগস্ট দেশব্যাপী অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেন। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে অগ্রসর হলে পল্টন মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হয় এবং শেষ হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মূল্যবৃদ্ধির প্রতিবাদে,২৫ আগস্ট হরতাল,বামপন্থি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close