reporterঅনলাইন ডেস্ক
  ১৭ অক্টোবর, ২০২১

বিছানায় পড়েছিল সিরিঞ্জ

এমবিবিএস পাস করেও ‘আত্মহত্যা’ করলেন চিকিৎসক

প্রতীকী ছবি

রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার একটি বাড়ি থেকে জয়দেব কুমার দাস দেবাশীষ (২৫) নামের এক তরুণ চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ অক্টোবর) সকালে নিকুঞ্জ ২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ। তিনি বলেন, ওই ভবনের বিভিন্ন ফ্ল্যাটে চিকিৎসকরা মেস করে থাকেন। অষ্টম তলার একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে শনিবার রাতে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে খাটের উপর থেকে দেবাশীষের মৃতদেহ উদ্ধার করে।

মৃতদেহে পচন ধরেছিল জানিয়ে ওসি বলেন, ভবনের নিরাপত্তাকর্মী জানিয়েছে, দেবাশীষকে তিন দিন সে বাসা থেকে বের হতে দেখেনি।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যে বিছানায় দেবাশীষের মৃতদেহ পাওয়া গেছে, সেখানে সিরিঞ্জ ছিল। ওই কক্ষে কিছু আলামত পাওয়া গেছে, যাতে আত্মহত্যা বলে ধারণা হয়।

ওই কর্মকর্তা আরো জানান, সিআইডির ফরেনসিক দলও এ বিষয়ে কাজ করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানী,নিকুঞ্জ-২,তরুণ চিকিৎসক,আত্মহত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close