নিজস্ব প্রতিবেদক

  ০১ অক্টোবর, ২০২০

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে চাই সঠিক পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সরকারমন্ত্রী (ছবি : মুঈদ খন্দকার)

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে সিটি করপোরেশন, নগর পরিকল্পনাবিদ, এনজিও এবং উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর, ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি' স্লোগান নিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২০ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দিন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান।

মো. তাজুল ইসলাম বলেন, স্যানিটেশন আন্দোলনের ফলে গ্রামে, ইউনিয়নে ও উপজেলা পর্যায়ে ল্যাট্রিন ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। নগরায়নের ফলে দিন দিন মানুষের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে আমরা কখনোই নিরাপদ থাকতে পারবো না বলেও জানান তিনি।

তিনি বলেন, পয়ো:বর্জ্য নিষ্কাশনের জন্য দাসেরকান্দীতে ঢাকা ওয়াসার একটি প্রকল্প চালু রয়েছে। এ প্রকল্পের মধ্যে দিয়ে রামপুরা, বনশ্রী, আফতাবনগরসহ আশেপাশের এলাকা থেকে পাইপলাইনের মাধ্যমে পয়:বর্জ্যগুলো দাসেরকান্দী নেওয়া হবে। পরে এটাকে প্রক্রিয়াজাত করণ করা হবে। শুধু এটা হবে না। ঢাকাশহর নিয়ে পয়:নিষ্কাশন ব্যবস্থার জন্য মাস্টার প্ল্যান করা হয়েছে। এছাড়া সব ধরনের ময়লা আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে। পরিবেশটা সকলের তাই পরিবেশের বিপর্যয় কখনো হতে দেয়া যাবে না।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, হাতের মাধ্যমে অনেক রোগ জীবাণু শরীরে সংক্রামিত হয়। এই হাত দিয়ে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র ধরে থাকি। এর মাধ্যমে জীবাণুগুলো শরীরে প্রবেশ করে। এতে নানা রোগের সৃষ্টি হয়। এই জন্য যত বেশি হাত পরিষ্কার রাখবেন, তত বেশি সুস্থ থাকবেন। আর পরিস্কার পরিচ্ছন্ন হতে গিয়ে পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মুহম্মদ ইবরাহিম বলেন, পয়ো:বর্জ্যের মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন তাই এই বর্জ্যেরও সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে।

সভাপতির বক্তব্য হেলালুদ্দীন আহমদ বলেন, বর্তমানে দেশের ৯৯ শতাংশ মানুষ স্যানিটেশন এর আওতায় এসেছে। স্যানিটেশন ব্যবস্থায় পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে বলেও জানান সিনিয়র সচিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বাস্থ্যসম্মত স্যানিটেশন,স্থানীয় সরকারমন্ত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close