reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০২০

পিরোজপুরে সমাহিত রত্নগর্ভা মাজেদা বেগম

বাবা-মায়ের সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমের মা মাজেদা বেগম মারা গেছেন গত সোমবার। খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মাজেদা বেগম। বয়স হয়েছিল ৮২ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

মঙ্গলবার জানাজা শেষে পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মাজেদার লাশ দাফন করা হয়েছে। গত বছর এপ্রিল মাসে মারা যান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর বাবা আবদুল খালেক শেখ।

রত্নগর্ভা মাজেদার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মাজেদা বেগমের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদসহ বিশিষ্টজন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রত্নগর্ভা,মাজেদা বেগম,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close