reporterঅনলাইন ডেস্ক
  ০৯ নভেম্বর, ২০১৯

ঘূর্ণিঝড় 'বুলবুল' : স্থানীয় সরকার বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'বুলবুল' এর সম্ভাব্য প্রভাব মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রস্তুতি তদারকি এবং সমন্বয়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৯/১১/২০১৯ তারিখের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ ( কক্ষ নং-৬১৬, ভবন-৭ বাংলাদেশ সচিবালয়, ফোন নং- ৯৫৭৫৫৭৬) খোলা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনকারী কর্মকর্তা/কর্মচারীগণ বিভাগ ও জেলা পর্যায়ের নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ঘূর্ণিঝড়সৃষ্ট পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘূর্ণিঝড় বুলবুল,স্থানীয় সরকার বিভাগ,নিয়ন্ত্রণ কক্ষ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close