reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০১৯

আবরার হত্যা

জাতিসংঘ প্রতিনিধিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা নিয়ে বিবৃতি দেয়ায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পোকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দায়িত্বশীল সূত্র জানায়, রোববার দুপুরে জাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জাতিসংঘ ঢাকা অফিসের দেয়া বিবৃতির ব্যাখ্যা চাওয়া হয়।

বুধবার দেয়া ওই বিবৃতিতে আবরার হত্যাকাণ্ডের নিন্দা জানায় জাতিসংঘ। পাশাপাশি স্বাধীন তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান জানানো হয়।

সূত্র জানায়, মিয়া সেপ্পোকে জানানো হয়, জাতিসংঘের বিবৃতিতে মুক্তভাবে নিজের মতপ্রকাশের জন্য বুয়েট ছাত্র আবরারকে হত্যা করা হয়েছে বলে যে মন্তব্য করা হয়েছে যা সঠিক নয়।

তাছাড়া ভারতের সঙ্গে করা চুক্তি নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা হলেও সে বিষয়ে মতপ্রকাশে বাধা দেয়নি সরকার। এমনকি খুন হওয়ার আগে পর্যন্ত আবরারের ফেসবুকে লেখা স্ট্যাটাস সম্পর্কে লিখেছে, অবগত ছিল না সরকার।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর বেরিয়ে যাওয়ার সময় এ বিষয়ে প্রশ্ন করা হলে সেপ্পো সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবরার হত্যা,জাতিসংঘ প্রতিনিধি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close