reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০১৮

মইনুলের বিরুদ্ধে মামলা এবার ডিজিটাল নিরাপত্তা আইনে

সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে আখ্যায়িত করায় ঢাকার সাইবার ক্রাইম ট্রাইবুনালে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ উপ কমিটির যুব ক্রীড়া বিষয়ক সদস্য সুমনা আক্তার লিলি এ মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক মো. আসশামস জগলুল হোসেন শুনানি শেষে পরে মামলার আদেশ দেবেন বলে জানিয়েছেন।

গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন মহিলা’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মইনুল হোসেন। পরে তার ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ ঘটনায় গত সোমবার রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন মানবাধিকারকর্মী মিলি মায়া।সেই মামলায় গত সোমবার রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর উত্তরায় জেএসডি নেতা আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।

মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মইনুল,ডিজিটাল নিরাপত্তা আইন,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close