reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ডিসেম্বর, ২০১৭

ফারুকী হত্যা : পেছালো মামলার প্রতিবেদন দাখিল

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে এই তারিখ ঠিক করেন।

মামলাটিতে এরআগে জেএমবি সদস্য তরিকুল ইসলাম মিঠু ও আলেক ব্যাপারী এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল পিস টিভির ইসলামি অনুষ্ঠানের বক্তা মোজাফফর বিন মহসীন গ্রেপ্তার হয়েছেন। ২০১৪ সালের ২৮ আগস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাসায় নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

মাওলানা ফারুকীর পরিবারের সদস্যরা ঘটনাটি ডাকাতি বলে সন্দেহ করলেও তার অনুসারীরা ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলে দাবি করেন। মিলাদ, কেরাত ও মাজারের বিরোধিতাকারীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের দাবি। ওই ঘটনায় ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর জামায়াত নেতা তারেক মনোয়ারসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা মামলা হয়।

মামলার অপর পাঁচ আসামি হলেন নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমির কামাল উদ্দিন জাফরী, দিগন্ত ও পিস টিভির উপস্থাপক কাজী ইব্রাহীম, এটিএন বাংলার ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক আরকানুল্লাহ হারুনী, আর টিভি ও রেডিও টুডের ইসলামি উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বখশী এবং বাংলাভিশনের কোরআনের আলো অনুষ্ঠানের উপস্থাপক মুখতার আহমদ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফারুকী হত্যা,নুরুল ইসলাম ফারুকী,ঢাকা মহানগর হাকিম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist