reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ডিসেম্বর, ২০১৭

২৫ বছর পর আলাবামায় ডেমোক্রেটদের জয়

যুক্তরাষ্ট্রের আলাবামায় সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী ডগ জোন্স। তার জয়ে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধরনের ধাক্কা বলছেন রাজনীতি বিশ্লেষকরা। রিপাবলিকান সিনেটর রয় মুরের বিরুদ্ধে যৌন হয়রানির এককাধিক অভিযোগের প্রেক্ষিতে দেশটির আদালত তাকে অবৈধ ঘোষণা করলে আসনটি খালি হয়। আলাবামা রক্ষণশীল রিপাবলিকানদের ঘাঁটি ছিল। প্রায় ২৫ বছরের মধ্যে মঙ্গলবার প্রথমবারের মতো এখান থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী হলেন।

মঙ্গলবার ফল ঘোষণার পর দেখা যায় সাবেক মার্কিন এই এটর্নি ৪৯.৫ শতাংশ ভোট পেয়েছেন। হাড্ডাহাড্ডি ওই লড়াইয়ে ৪৮.৯ ভাগ ভোট পেয়েছেন রিপাবলিকান দলের রয় মুর। নির্বাচনে আলাবামার সুপ্রিম কোর্টের সাবেক এই প্রধান বিচারপতির জেতার সম্ভাবনাই বেশি ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে সমর্থন দিয়েছিলেন।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে্ বিজয়ী জোন্সকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘জয় তো জয়ই। আলাবামার জনগণ খুব ভালো। খুব শিগগিরই অন্য নির্বাচনে রিপাবলিকানরা সেখানে জয়লাভ করবে।’

৭০ বছর বয়সী রক্ষণশীল খ্রিস্টান মুরের বিরুদ্ধে বেশ কয়েকজন নারী অভিযোগ করেছেন, তিনি যখন কিশোর ও ৩০ বছরের ছিলেন তখন তাদের যৌন হয়রানি করেছেন। পরে দেশটির সুপ্রিম কোর্টের আদেশে তিনি পদ হারান। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন মুর।

কিন্তু শেষ দিকে সব হিসেব নিকেশ পাল্টে যায় । ক্ষমতাসীন দল রিপাবলিকান আলাবামাকে নিজেদের শক্ত ঘাঁটি বানিয়ে ফেলেছিলেন। কিন্তু শেষাবধি নির্বাচনী প্রচারণার সময় যৌন হয়রানির দায়ে রয় মুরের অভিযুক্ত হওয়াটাই জেতার পথে মূল বাধা হয়ে দাঁড়ায়। এ জন্যই তিনি পিছিয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।

ভোটের ফলাফল অনুমোদিত হলে জানুয়ারির প্রথমদিকে শপথ নিতে পারেন ডেমোক্র্যাট প্রার্থী বিজয়ী ৬৩ বছর বয়সী জোন্স। সূত্র : গার্ডিয়ান

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাম্প,ডেমোক্রেট পার্টি,ডগ জোন্স,আলাবামা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist