reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৭

গাম্বিয়ায় জরুরি অবস্থা

গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তার পদত্যাগের মাত্র কয়েকদিন আগে তিনি এ জরুরি অবস্থা ঘোষণা করলেন। এদিকে ব্রিটিশ ও ডাচ ট্রাভেল এজেন্সিগুলো বুধবার তাড়াহুড়া করে হাজার হাজার পর্যটককে সরিয়ে নেয়। জামেহ দীর্ঘ ২২ বছর ধরে কঠোর হাতে গাম্বিয়া শাসন করে আসছেন। ডিসেম্বরের নির্বাচনে বিরোধী দলীয় নেতা আদামা ব্যারোকের বিজয়কে তিনি প্রাথমিকভাবে মেনে নেন। কিন্তু পরে তিনি ব্যালট গণনায় ত্রুটির কথা জানান এবং সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করেন। দেশটিতে ১ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ও দেশটির আভ্যন্তরীণ বিষয়ে নজিরবিহীন বিদেশি হস্তক্ষেপের কারণে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে জামেহ এ জরুরি অবস্থার ঘোষণা দেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের আইন-শৃংখলা বজায় রাখার নির্দেশ দিয়ে জামেহ বলেন, এসময় দেশের নাগরিকদের গাম্বিয়ার আইন বিরোধী যেকোন ধরনের কর্মকান্ড নিষিদ্ধ করা হয়েছে। পার্লামেন্ট সূত্র জানায়, গাম্বিয়ার সংবিধান অনুযায়ী সংসদীয় অনুমোদন সাপেক্ষে দেশটিতে সর্বোচ্চ ৯০ দিন এ জরুরি অবস্থা বলবৎ রাখা যাবে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাম্বিয়া,জরুরি অবস্থা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist