reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২৪

অবশেষে সরকার গঠন হচ্ছে পাকিস্তানে

আনুষ্ঠানিক ঘোষণা দুই সংখ্যাগরিষ্ঠ দলের

অবশেষে পাকিস্তানে সরকার গঠন করতে যাচ্ছে জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রথম দুই রাজনৈতিক দল।

১০ দিনের আলোচনা শেষে জোট সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিল তারা। সরকার গঠনে একমত হওয়া দল দুটি হলো—নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। খবর রয়টার্সের।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের তিন দিন পর সব আসনের ফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। ঘোষিত ফলাফলে স্বতন্ত্ররা এগিয়ে থাকলেও দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিএমএল-এন। দল হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিপিপি।

মঙ্গলবার গভীর রাতে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে জোট সরকারের বিষয়টি নিশ্চিত করেন বিলাওয়াল ভুট্টো। এ সময় তার পাশেই বসা ছিলেন শেহবাজ শরিফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেহবাজই হচ্ছেন জোটের প্রধানমন্ত্রী প্রার্থী। আর বিলাওয়ালের বাবা আসিফ আলী জারদারি হবেন জোটের প্রেসিডেন্ট প্রার্থী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,সরকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close