reporterঅনলাইন ডেস্ক
  ১৯ জানুয়ারি, ২০২৪

গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে নিহত ১৬

ছবি : সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যে স্কুলের পিকনিকের নৌকা উল্টে ১৬ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক এবং ১৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বরোদার হার্নি লেকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, উল্টে যাওয়া নৌকাটিতে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। তারা বেসরকারি স্কুল ‘নিউ সানরাইজ’ এর ছাত্র-শিক্ষক। তাদের কারও গায়েই লাইফ জ্যাকেট ছিল না।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নৌকাটি উল্টে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে। পরে দমকল বাহিনী গিয়ে পানি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করে। এছাড়া অনেককে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাতে এক্সে (সাবেক টুইটারে) এ ঘটনায় শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

১৬ শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ করে রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভারত,গুজরাট,নৌকাডুবি,শিক্ষার্থী,দমকল বাহিনী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close