reporterঅনলাইন ডেস্ক
  ২২ সেপ্টেম্বর, ২০২২

সংঘাতের ইতি টানতে সম্মত ফিলিস্তিন ও হামাস

ফাইল ছবি

নাবলুসে সংঘাতের ইতি টানতে অস্ত্রবিরতিতে সম্মত হলো ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং স্বাধীনতাকামী সংগঠন, হামাস।

সাম্প্রতিক সহিংসতায় মাহমুদ আব্বাস সরকারের বিরুদ্ধে জনরোষ আরও স্পষ্ট হয়েছে। মূলত স্থানীয় সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। যার আওতায় গত সোমবার প্রভাবশালী হামাসের এক শীর্ষ কমান্ডারকে গ্রেফতার করা হয়।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, এ ঘটনাকে হামাস একটি নাটক হিসেবে দেখেছে। তারা বলেছে, গোপনে ইসরায়েলের কাছে কমান্ডারকে হস্তান্তরের জন্যেই কর্তৃপক্ষের এ নাটক। এর প্রতিক্রিয়ায় গোটা নাবলুস ক্ষোভ ও সহিংসতায় উত্তপ্ত হয়ে ওঠে। উভয়পক্ষের সংঘাতে প্রাণ হারান কমপক্ষে একজন। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চালানো হয় ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুর।

২০১৪ সালে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এরপরই জনপ্রিয়তা হারান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাবলুস,ফিলিস্তিন,হামাস,ফাতাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close