reporterঅনলাইন ডেস্ক
  ২২ জুন, ২০২২

নারী ও শিশু ধর্ষণের ভয়াবহ রূপ পাকিস্তানে, জরুরি অবস্থা জারি

প্রতীকী ছবি

পাকিস্তানে নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। এ প্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে দেশটির পাঞ্জাব প্রদেশের প্রশাসন।

মঙ্গলবার (২১ জুন) পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আত্তা তারার বরাতে এ খবর প্রকাশ করেছে ডন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিদিন চার থেকে পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটছে পাঞ্জাবে। শুধু মহিলারাই নয়, নির্যাতিত হচ্ছেন শিশুরাও। এ পরিস্থিতি ঠেকাতে, মহিলা ও শিশুদের সুরক্ষিত করতে জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অব্যাহত ধর্ষণের ঘটনায় একাধিক অভিযুক্তকে আটকের খবর নিশ্চিত করেছেন তারার। প্রশাসনের তরফে আশ্বাস দেয়া হয়েছে, যৌন অপরাধ সংক্রান্ত মামলাগুলোতে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া পরিস্থিতি উত্তরণে ধর্ষণ বিরোধী সচেতনতা প্রচারণা শুরু করেছে প্রাদেশিক সরকার। যার অংশ হিসেবে স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ষণ বিরোধী প্রচারণার আহ্বান এবং পরিবারের অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তারার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,নারী ও শিশু,যৌন অপরাধ,জরুরি অবস্থা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close