reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুন, ২০২১

পুতিন ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিচ্ছেন

ইরানকে অত্যাধুনিক স্যাটেলাইট দিতে যাচ্ছে রাশিয়া। এটি মধ্যপ্রাচ্য এবং এর আশপাশের এলাকায় সামরিক লক্ষ্যবস্তুগুলোতে নজরদারির ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও বাড়াবে।

যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বর্তমান ও সাবেক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ওয়াশিংটন পোস্ট।

খবরে বলা হয়, একটি অত্যাধুনিক স্যাটেলাইট ইরানকে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। যার সাহায্যে ইরান মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম হবে।

কানোপাস-ভি নামের স্যাটেলাইট ইরানকে দেবে রাশিয়া। রাশিয়ার তৈরি এই স্যাটেলাইটে উচ্চ রেজ্যলুশনের ক্যামেরা রয়েছে। কয়েক মাসের মধ্যে রাশিয়া থেকে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে।

রাশিয়া কানোপাস-ভি স্যাটেলাইট বেসামরিক কাজে ব্যবহারের জন্য বিক্রি করে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অত্যাধুনিক স্যাটেলাইট,ইরান,পুতিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close