পার্থ মুখোপাধ্যায়, কলকাতা

  ০৯ আগস্ট, ২০১৯

কাশ্মীরে হস্তক্ষেপ : পাকিস্তানের দাবি খারিজ

শিমলা চুক্তির কথা মনে করিয়ে দিয়ে দুই প্রতিবেশী দেশকে সর্বাধিক সংযম দেখানোরও আরজি জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেজ। কাশ্মীর যে দ্বিপাক্ষিক বিষয় তা-ই লেখা রয়েছে শিমলা চুক্তিতে। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষপ চেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছিলেন, কাশ্মীরিদের উপর নরেন্দ্র মোদি সরকারের সেনাবাহিনীর অত্যাচার রুখতে এগিয়ে আসা উচিত আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাশ্মীর নিয়ে জাতির উদ্দেশে ভাষণের কয়েক ঘণ্টা পরই ইমরান খান বলেছেন, কারফিউ তুলে নেওয়ার পর কাশ্মীর ও কাশ্মীরিদের সঙ্গে কী করা হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে গোটা দুনিয়া। পাকিস্তানের দূত মালিহা লোধি কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ দাবি করার প্রসঙ্গে মহাসচিবের মুখপাত্র বিবৃতি দিয়ে বলেছেন, মহাসচিব আন্তোনিয়ো গুতেরেজ ১৯৭২ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তি, যা শিমলা চুক্তি নামে পরিচিত তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। যেখানে বলা আছে, রাষ্ট্রপুঞ্জের চার্টার মেনে দু’দেশ জম্মু ও কাশ্মীরের অবস্থা নিয়ে শান্তিপূর্ণ উপায়ে সিদ্ধান্ত নেবে। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপের পাকিস্তানের দাবি খারিজ করে দিলেও ভারতের কাশ্মীরে কড়াকড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গুতেরেজ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব প্রশ্ন তুলেছেন কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে।

অন্যদিকে শুক্রবার থেকেই কাশ্মীরে স্কুল কলেজ -অফিস -আদালত খুলবে। বদলে যেতে শুরু করবে ভূস্বর্গের চেহারা। শুক্রবার থেকেই সরকারি কাজে যোগদান করবেন কর্মীরা। জম্মু-কাশ্মীর প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, শ্রীনগরে প্রশাসনিক স্তরের সরকারি কর্মীদের কাজে যোগদানের জন্য রিপোর্ট করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, সোমবার ঈদের সময়ে কাশ্মীরের বাইরে থাকা মানুষ ঘরে ফিরতে পারবেন, সরকার তাদের সবরকম সাহায্য করবে। কাশ্মীরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, জম্মু-কাশ্মীরে ভোট হবে, মানুষ নিজের বিধায়ক-মুখ্যমন্ত্রী পাবেন। ইদে বাড়ি ফেরার সুযোগ পাবেন প্রবাসী কাশ্মীরিরা। রোজগার হবে, হবে উন্নয়নও, আসবে বিনিয়োগ। রাজ্যের মর্যাদাও আবার ফিরে পাবে জম্মু-কাশ্মীর।উপত্যকায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাশ্মীর,পাকিস্তান,দাবি খারিজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close