reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০১৮

আফগানিস্তানে সেনাঘাঁটিতে হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের একটি ঘাঁটিতে তালেবানদের হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এটি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, প্রদেশটির বাগলান-ই-মারকাজি জেলার আল্লাহউদ্দিন ঘাঁটিতে মঙ্গলবার রাতে তালেবান জঙ্গিরা এই হামলা চালায়। তারা জানাচ্ছে, এই হামলায় ৩৫ জন সেনা ও ১০ জন স্থানীয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।

জেলা পুলিশ এই হামলার কথা নিশ্চিত করলেও হতাহতের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি। তবে নিরাপত্তা কর্মকর্তারা এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

গেল দুইদিনে আফগানিস্তানের দুইটি বড় সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তালেবানরা। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হয়েছেন।

এর আগে সোমবার উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের চেনাইহা সেনাঘাঁটি দখল করে নেয় তালেবানরা। প্রদেশের ঘোরমাক জেলায় অবস্থিত এই ঘাঁটিটি ৪৮ ঘণ্টা তালেবানদের নিয়ন্ত্রণে ছিল।

স্থানীয় কর্মকর্তারা জানান, গোলাবারুদ ও সাহায্য চেয়ে বারবার অনুরোধ করার পরও কোনও জবাব না পাওয়ায় নিরাপত্তা বাহিনীর ৪০ জনের বেশি সদস্য তালেবানদের কাছে আত্মসমর্পণ করে।

ফারইয়াব প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ তাহির রাহমানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তালেবানদের কাছে চেনাইহা সেনাঘাঁটি পতনের বিষয়ে নিরাপত্তা কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আফগানিস্তানে সেনাঘাঁটি,হামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close