reporterঅনলাইন ডেস্ক
  ১৬ মে, ২০১৮

যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনি দূত প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে নিয়োজিত দূতকে প্রত্যাহার করে নিয়েছে ফিলিস্তিন। ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের এক দিন পরই ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা এলো বলে আল জাজিরার এক প্রতিবেদনে গতকাল বুধবার এ খবর জানানো হয়।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের প্রধান হুসাম জোমলটকে প্রত্যাহার করা হয়েছে। তবে ওয়াশিংটনে অবস্থানরত সবচেয়ে অভিজ্ঞ ফিলিস্তিনি জোমলটকে কত দিনের জন্য প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিৃবতিতে কিছু বলা হয়নি।

গত ডিসেম্বর ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণাও দেন তিনি। ট্রাম্পের সেই ঘোষণা অনুযায়ী গত সোমবার থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাসের কার্যক্রম শুরু হয়।

মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়াকে ইসরায়েল সরকার স্বাগতম জানালেও ফিলিস্তিনিরা মার্কিন এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা গাজা সীমান্তে জড়ো ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। গত সোমবারের এই বিক্ষোভে ইসরায়েলি সেনারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় ২ হাজার ৫০০রও বেশি মানুষ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যুক্তরাষ্ট্র,ফিলিস্তিন,দূত প্রত্যাহার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist