আকবর হোসাইন

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

  ২২ ফেব্রুয়ারি, ২০২১

তোমাকে ভুলে যাওয়ার চেষ্টার আজ শতবছর

শীতের শেষে কোন এক বসন্তে

কোকিলার বেশে তোমার আগমন,

তারপরে সেই কোকিল কণ্ঠে গান

শুরু করলে হৃদয় হরণ।

বসন্তে বসন্তে কেটে যায় বছর

আর বছরে বছরে যুগ,দশক শতাব্দী,

তবুও দেখায়ও অদেখা রয়ে গেলে তুমি

হ্যাঁ, নীল শাড়িপরিহিতা তুমি।

করোনার এই করুণ বাস্তবতায়

আমার জীবনের অনিশ্চয়তায়,

তোমাকে পাওয়াও আজ অনিশ্চিত

জীবনের হিসেব মেলাতে খুলেছি 'অনিশ্চিত হিসাব'।

অঢেল অর্থ-বিত্তের মালিকানা আমার নেই

তাই আমি এখন আর কারো কেউ নই,

নিয়তিকে মেনে নিয়ে তোমায় ভুলতে চেষ্টা করেছি

তোমায় ভুলে যাওয়ার চেষ্টার আজ শতবছর।

প্রতিটি ক্ষণ যখন বছরের চেয়েও বেশি দীর্ঘ মনে হয়

একবার ভেবো,তোমায় ভুলে থাকার এই ব্যর্থ চেষ্টায়

কতক্ষণ তোমায় ভুলে থাকা যায়

প্রতীক্ষার প্রহর শেষে হয়তো সব পাওয়া যাবে, শুধু তুমি বাদে।।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বসন্ত,বাতাস,ভুলে যাওয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close