সাহিদা সাম্য লীনা, সাহিত্যিক ও সাংবাদিক

  ১৫ জানুয়ারি, ২০১৯

তোমাকে নিয়ে কবিতা

তুমি যতই নকল আইডি বানাও, আমাকে যতই তুমি কর পরীক্ষা !

তবু টলাতে পারবেনা আমার অবস্থান থেকে,

যদি সত্যিই ভালোবাস সরাসরি বল

তোমার সত্যিকার পরিচয়ে।

আমি কিচ্ছু বলবনা।

তুমি দেখনা আমি তোমার কথার বাইরে যাইনা!

তোমার নির্দেশে প্রতিটা অক্ষর পালন করি,

তোমার কথায় তোমার ওয়ালে আমি কোনো ছবি আপলোড দেইনা, ট্যাগ করিনা।

তুমিও করনা আমাকে লাইক লজ্জায়; কারণ লাইকগুলো যে পাবলিক হয়ে থাকে।

তবে দেখা হলে আর ফোনে সেই ছবিগুলোর কমেন্ট কর

তোমার মনের দেয়ালে আমি একটু হলেও জায়গা করেছি,

তুমি বলবে- সবটাই ক্যানভাস জুড়েই আছি আমি।

ইচ্ছে করলেও হাত বাড়াবে সেই দুঃসাহস তোমার মাঝে

জন্মাবেনা জানি, ধর্মের নিষেধগুলো সেখানে চার দেয়াল হয়ে আছে।

যখন-তখন তুমি সুযোগ পেলে মনের অব্যক্ত কথাগুলো সেরে ফেল নানান ভঙ্গিমায়।

তুমি চেয়েছিলে তোমাকে নিয়ে আমি কবিতা লিখি-

তাও আমি লিখেছি নির্ধিদায়।

তুমি বুঝতে পারনি কোথায় আছ কোন কবিতায়।

তোমার চাহনী আর রোমান্টিক হাসির আড়ালে খুঁজি;

এর অর্থই কী ভালোবাসা?

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তোমাকে,কবিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close