reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০১৭

বৃষ্টিতে স্বস্তি

মাহে রমজানের শুরুতেই ভ্যাপসা গরমে অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তির পরশ বুলিয়ে দিয়ে গেছে বৃষ্টি। রোববার পবিত্র মাহে রমজানের প্রথমদিন সকাল থেকেই ভ্যাপসা গরম পড়তে শুরু করে। সেইসঙ্গে বেলা বাড়তে থাকার সঙ্গে রাস্তাঘাটে যানজট গরমের যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়।

অবশেষে বেলা সাড়ে ১১টার দিকে আকাশজুড়ে দেখা দেয় কালো মেঘ। ১২টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদফতর অবশ্য আগেরদিনই রোববার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

এদিকে, রমজানের প্রথমদিনেই দুপুরে বৃষ্টিতে জনজীবনে স্বস্তির প্রভাব দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। বৃষ্টি হওয়ায় অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ফেসবুকে।

এরআগে গত প্রায় সপ্তাহকাল দেশব্যাপী তীব্র তাপদহ দেখা দেয়। এতে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে সাধারণ মানুষের।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বৃষ্টি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist