reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ডিসেম্বর, ২০১৭

চ্যানেলে বিজয় দিবস উপলক্ষে বিশেষ আয়োজন

আগামীকাল ৪৭তম বিজয় দিবস। প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের। জেনে নিন এবারের বিজয় দিবস উপলক্ষে কিছু টিভি চ্যানেলের আয়োজিত অনুষ্ঠানের ফিরিস্তি।

দেশ টিভি: দেশ টিভির অনুষ্ঠানে এবারের বিজয় দিবসে মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘বিজয় পতাকা হাতে চলি অবিরাম’ নামে বিজয় দিবসের বিশেষ কনসার্ট। দুপুর তিনটা নাগাদ দেশ টিভিতে প্রচারিত এ কনসার্টে গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী মমতাজ, শাহীন সামাদ, তিমির নন্দী, ইন্দ্রমোহন রাজবংশী এবং রফিকুল আলমসহ আরও অনেকেই। ব্যান্ড দলের মধ্যে উপস্থিত থাকবে ‘সোলস’ ও ‘দলছুট’। এতে শিল্পকলা একাডেমি সম্মিলিত নৃত্য প্রদর্শন করবে। উপস্থাপনায় থাকছেন রোকেয়া প্রাচী ও তানিয়া। দেশ টিভি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি প্রচার করবে কনসার্টটি। আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি প্রচার করা হবে শনিবার বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত।

কনসার্ট ছাড়াও বিজয় দিবসে দেশ টিভির অন্যান্য অনুষ্ঠানগুলোর মধ্যে সকাল নয়টায় প্রচারিত হবে অনির্বাণ এবং সকাল এগারোটায় প্রচার হবে বিরতিহীন নাটক ‘অনুচ্চারিত দাহ’।

আরটিভি: বিজয় দিবস উপলক্ষে আরটিভি আয়োজন করেছে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনা- ‘আরটিভি বিজয়ের গান’। সকাল আটটা বেজে দুই মিনিটে তারা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে। এছাড়াও রাত আটটায় প্রচার করবে বিজয় দিবসের বিশেষ নাটক ‘সমর্পন’। নাটকটি রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল, পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। এতে অভিনয় করেছেন- আফরান নিশো, নাদিয়া নদী, রিমি করিম প্রমূখ।

মাছরাঙা টেলিভিশন: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এদিন দুপুর ১টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘বিজয়ের গান’। এতে গান পরিবেশন করবেন ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ, পূণ্যচন্দ্র দাশ ও রন্টি। দুপুর ২ টা ৩০ মিনিটে থাকছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বিজয়ের সেই দিন’। মাসুম শাহরিয়ারের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটক ‘আমাদের বর্ষা’ প্রচারিত হবে বিকাল ৩ টা ৩০ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন সিয়াম, সোনিয়াসহ আরও অনেকে। বিকাল ৫ টা ৩০ মিনিটে প্রচারিত হবে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে অনুষ্ঠান ‘তোমাকে অভিবাদন’।

চ্যানেল আই: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শনিবার রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে অনুষ্ঠিত হবে ‘দেশবন্ধু গ্রুপ-চ্যানেল আই বিজয় মেলা ’১৭। এবারও মেলা মঞ্চ থেকে পরিবেশিত হবে একাত্তরের প্রেরণাদায়ী গণসঙ্গীত, দেশাত্মকবোধক নৃত্য ও আবৃত্তি। থাকবে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ। মেলায় দেখানো হবে ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের নতুন সংস্করণ। এর আগে সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করবেন যুদ্ধাহত ও খেতাবধারী বীরউত্তম, বীর প্রতীক ও বীরবিক্রম, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম সম্পাদকসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেলা প্রাঙ্গণ থাকবে লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেস্টুনে সুসজ্জিত। থাকবে ৭ বীরশ্রেষ্ঠ এর নামে ৭টি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্মরণে ১১টি নির্দিষ্ট স্থান। মেলার স্টলে থাকবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল- দস্তাবেজ, মুক্তিযুদ্ধের গ্রন্থ, আলোকচিত্র, চলচ্চিত্র, ডায়েরি প্রদর্শনী। এ ছাড়াও থাকবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুঠিরশিল্পের সামগ্রীতে

সজ্জিত বেশ কিছু স্টল। থাকবে মুক্তিযুদ্ধ জাদুঘরের একটি স্টল। দেশের বরেণ্য চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধবিষয়ক চিত্রাংকনের পাশাপাশি ছবি আঁকবে ছোট্ট সোনামণিরা। মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ ছাড়াও মেলায় সঙ্গীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা, খ্যাতিমান সংগীতশিল্পী, চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। আবৃত্তিসহ উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হবে চ্যানেল আই সেরা নাচিয়েদের দেশাত্মবোধক নাচ। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সেক্টর কমান্ডার ও উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে থাকছে কামরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় একটি বিশেষ পর্ব।

এটিএন বাংলা: মহান বিজয় দিবসে দেশের বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা দিনব্যাপী প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে সকাল ৭.৩০টায় প্রচার হবে প্রভাতী ম্যাগাজিন ‘চায়ের চুমুকে’। ৮টায় প্রচার হবে দেশের গান নিয়ে অনুষ্ঠান ‘বিজয়ের গান’। ৮.৩০টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের গল্প’। ৯টায় প্রচার হবে শিশুতোষ ম্যাগাজিন ‘লাল সবুজের পতাকা’। সকাল ১০.৩০টায় বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে সরাসরি সম্প্রচার হবে ‘কুচকাওয়াজ’। বেলা ১২.৩০টায় প্রচার হবে কবিতা পাঠের অনুষ্ঠান ‘মুক্তির বন্দনা’। ১.০৫টায় প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘সূর্যোদয়ের সাক্ষী’। ১.৩০টায় প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘দেখা হবে এই বাংলায়’। ২.৩০টায় প্রচার হবে নৃত্যনাট্য ‘বিজয় ৭১’। সন্ধ্যা ৬.২৫টায় প্রচার হবে তারিনের উপস্থাপনায় ফাগুন অডিওভিশন নির্মিত সঙ্গীতানুষ্ঠান ‘মুক্তির কথা বিজয়ের গান’।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চ্যানেল,বিজয় দিবস,বিশেষ আয়োজন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist