reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০২২

শত কোটি রুপি পারিশ্রমিকেও তুষ্ট নন প্রভাস!

তেলেগু সিনেমার অভিনেতা প্রভাস। বর্তমানে ‘ইয়ং রেবেল’ খ্যাত এই তারকার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম ‘আদিপুরুষ’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কৃতি স্যানন।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি ব্যয়বহুল সিনেমা। ভিএফএক্সের কাজে মোটা অঙ্কের অর্থ ব্যয় হবে। আর প্রভাস পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। সিনেমাটির প্রযোজক ভূষণ কুমার এক আলাপচারিতায় জানিয়েছিলেন—৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’।

কিন্তু শত কোটি রুপি পারিশ্রমিকে তুষ্ট নন প্রভাস। বরং এ সিনেমার জন্য আরও পারিশ্রমিক চেয়েছেন তিনি। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানায়, প্রভাস এখন সিনেমাটির জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। নির্মাতারা সিনেমাটির বাজেট আরও ২৫ শতাংশ বৃদ্ধি করেছেন। এ জন্য প্রভাস তার পারিশ্রমিক বৃদ্ধি করেছেন।

রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। এতে রাম চরিত্রে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করবেন সাইফ আলী খান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পারিশ্রমিক,প্রভাস,তেলেগু সিনেমা,আদিপুরুষ,ব্যয়বহুল সিনেমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close