তহিদুল ইসলাম, জাবি

  ১৪ ডিসেম্বর, ২০১৭

জাবিতে বিজয় দিবসের ভোজের কুপন মূল্য বৃদ্ধি, শিক্ষার্থীদের ক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ভোজের কুপনের মূল্য বৃদ্ধি করেছে হল প্রশাসন। গত বছর শিক্ষার্থীদের কাছ থেকে কুপনের মূল্য ৪০ টাকা করে আদায় করা হলেও এবার তা ১০ টাকা বৃদ্ধি করে ৫০ টাকা করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর শিক্ষার্থীরা।

প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে রাতের বেলা বিশেষ ভোজের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদেরকে এ বিশেষ ভোজ সরবরাহ করা হয়। এতে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের ভর্তুকির পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হয় নির্দিষ্ট হারের কুপন মূল্য। গত বছর জনপ্রতি বরাদ্দ ছিল ২৫০ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ভর্তুকি ছিল ১৬৫ টাকা ও হল প্রশাসনের ভর্তুকি ছিল ৪৫ টাকা। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ ভোজের কুপন মূল্য আদায় করা হয় জনপ্রতি ৪০টাকা। এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের ভর্তুকি ভর্তুকি বাড়িয়ে করা হয়েছে যথাক্রমে ২১৫ ও ৫০ টাকা। এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা করে। ফলে জনপ্রতি খরচের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫ টাকা।

এদিকে বিজয় দিবসে ভোজের কুপনের মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে লেখালেখি। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন সেখানে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে খাবার দেয় তা কোন ভাবেই ১৫০ থেকে ২০০ টাকার বেশি টাকার হওয়ার কথা নয়। তারপরও কুপনের মূল্যবৃদ্ধি করা হয়েছে। এটা ঠিক না।’

তবে হল প্রশাসন বলছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারা জনপ্রতি বরাদ্দ বাড়িয়েছেন। এজন্য কুপনের মূল্যও বাড়াতে হয়েছে।

এ বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি ও প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক কৌশিক সাহা বলেন, ‘জিনিসপত্রের দাম অনেক বেড়েছে। গতবার প্রতিজনের জন্য বরাদ্দ ছিল আড়াইশত টাকা। প্রশাসনের সাথে হল প্রভোস্ট কমিটির মিটিংয়ে এটা বাড়িয়ে তিনশত টাকা করা হয়েছে। অনেক ভেবে চিন্তে এটা বাড়নো হয়েছে। আর যেহেতু গতবারের চেয়ে জনপ্রতি ৬৫ টাকা বেড়েছে তাই শিক্ষার্থীদের কাছ থেকে ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাবি,কুপন,বৃদ্ধি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist