reporterঅনলাইন ডেস্ক
  ২১ অক্টোবর, ২০২৪

শেকৃবি উপাচার্যের সঙ্গে রাফায়েলের সৌজন্য সাক্ষাৎ

রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুদ্ধ ও সংহতি ছাড়া বিশ্ব-এর প্রতিষ্ঠাতা রাফায়েল ডি লা রুবিয়া ও তার প্রতিনিধিদল।

এ সময় রাফায়েল শেকৃবি উপাচার্যকে শান্তি এবং অহিংসতার জন্য তৃতীয় বিশ্ব মার্চ ব্যানার উপহার দেন। তাদের এ কার্যক্রম গত ২ অক্টোম্বর ২০২৪ থেকে শুরু করে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।

সংগঠনটির মূল উদ্দেশ্য তৃতীয় পারমাণবিক বিশ্বযুদ্ধের ঝুঁকি ও অস্ত্রের ব্যবহার বন্ধ করা এবং মানবাধিকার ও বৈষম্যহীনতার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।

এ সময় উপস্থিত ছিলেন World Humanist Forum-এর কো-অর্ডিনেটর এন্টোনিয়ো কার্ভালো এবং শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম। ছাত্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন। আলোচনা শেষে উভয় পক্ষ World march for Peace and nonviolence বিষয়ে সমঝোতা স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শেকৃবি উপাচার্য,রাফায়েল ডি লা রুবিয়া,শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close