ইবি প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়

নিজস্ব ভর্তি ব্যবস্থার দাবি ছাত্র ইউনিয়নের 

ফাইল ছবি।

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে একক ভর্তি পরীক্ষা আয়োজনের দাবিতে জানিয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সংসদ ছাত্র ইউনিয়ন (বিএসইউ)। আগামী তিন কার্যদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় প্রগতিশীল এই সংগঠন। বুধবার এই সময়সীমা শেষ হবে।

দাবির পক্ষে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় তারা। এতে তিনদিনের সময়সীমা দেওয়া হয়।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর আলম বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে যাত্রা শুরু করলেও সুবিধার চেয়ে অসুবিধা ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। অনেক বিভাগের আসন খালি থাকে, ভর্তিপ্রক্রিয়ায় বিলম্ব করে ফেলে। ফলে বিভাগগুলোতে সেশনজট, শিক্ষার্থীদের ইচ্ছার পূরণে ব্যর্থ হয়।

সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের সীমাবদ্ধতা দূর না হওয়ায় নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। ইসলমী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখতে, সেশনজটমুক্ত উচ্চশিক্ষা নিশ্চিত ও স্বাতন্ত্র্য বজায় রেখে সঠিক সময়ে একাডেমিক সেশন শুরু করার উদ্যোগ নিতে হবে। এজন্য ২০২৪-২৫ সালের ভর্তি পরীক্ষা নিজস্ব প্রক্রিয়ায় নেওয়ার জোর দাবি জানাচ্ছে ছাত্র ইউনিয়ন। এজন্য তিন কার্যদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করতে বাধ্য হবো।’

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, ‘ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে একসঙ্গে থাকার জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আলোচনা সভাও করেছে। এতে ভালো ও খারাপ দিক তুলে ধরা হয়। আপাতত তারা গুচ্ছে থাকার পক্ষে রয়েছেন। তবে আমার পক্ষ থেকে তাদের স্মারকলিপির বিষয়ে কেন্দ্রে অবহিত করবো।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
একক ভর্তি পরীক্ষা,দাবি,ইবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close