টাঙ্গাইল প্রতিনিধি

  ০৮ জুলাই, ২০২০

টাঙ্গাইলে আরও ৪৪ জন করোনা আক্রান্ত

টাঙ্গাইলে নতুন করে সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের একজন পুলিশ পরিদর্শক, একজন এএসআই ও একজন পুলিশ কনস্টেবল এবং ঘাটাইলে একজন স্বাস্থ্যকর্মীসহ ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জেলায় মোট আক্রান্ত ৮৩৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪১০ জন। মারা গেছে ১৭ জন। বাড়িতে ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৩৯২ জন। নমুনা পরীক্ষার রিপোর্ট পেন্ডিং রয়েছে ১১৫টি।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্তরা হলেন টাঙ্গাইল সদরে ১৫ জন, নাগরপুরে একজন, দেলদুয়ারে একজন, মধুপুরে ৭ জন, ভূঞাপুরে একজন, গোপালপুরে ২ জন, সখীপুরে ৪ জন, মির্জাপুরে ১১ জন। ঘাটাইলে একজন স্বাস্থ্যকর্মীসহ ২ জন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মোট ২৮ জন ভর্তি হন। তাদের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,টাঙ্গাইল,নমুনা পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close