শ্রীমঙ্গল প্রতিনিধি

  ২৭ মার্চ, ২০২০

শ্রীমঙ্গলে জুমার নামাজে মসজিদে মুসল্লিদের ঢল

করোনাভাইরাস আতঙ্ক উপক্ষো করে শুক্রবার শ্রীমঙ্গল থানা জামে মসজিদে প্রায় সহস্রাধিক মুসল্লি পবিত্র জুমার নামাজ আদায় করেন।

জুমার নামাজে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী খুতবায় করোনাভাইরাস থেকে উত্তরণে সরকারি নির্দেশনা মেনে ধর্মীয় আলোকে বয়ান করে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান।

এসময় ধর্মীয় প্রথার বাইরে এই প্রথম গাঁ ঘেষে না দাঁড়িয়ে মুসল্লিদের নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করেন।

নামাজ পড়তে আসা শহরের কলেজ রোডের বাসিন্দা আয়াছ মিয়ার কাছে ভাইরাস সংক্রমণের ভয় করছে কি না জানতে চাইলে বলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য মসজিদই মুসলমানদের উপযুক্ত স্থান। তাই ক্ষমা চাইতে আর করোনা থেকে সবার সুস্থতা কামনা করতে ভয় উপক্ষো করে আল্লাহর ঘরে নামাজ পড়তে এসেছি।

বারিক মিয়া নামে আরেক মুসল্লি এসেছেন উপজেলার ইছুবপুর গ্রাম থেকে। তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক শুধু জুমার নামাজ পড়েছি। বাকি সুন্নত বাসায় গিয়ে পড়বো। জুমায় এত মানুষ একসঙ্গে নামাজ পড়তে সংক্রমণের আশঙ্কা থাকলেও আল্লাহ রোগ দিয়েছেন. তিনিই তার বান্দাদের রক্ষা করবেন— এমনটি মনে করেন তিনি। পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীমঙ্গল,জুমার নামাজ,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close