reporterঅনলাইন ডেস্ক
  ১৯ নভেম্বর, ২০১৯

পদ্মা সেতুতে বসলো ১৬তম স্প্যান

পদ্মা সেতুর ১৬তম স্প্যান ‘৩ডি’ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বসানো হয়েছে। মাওয়া প্রান্তে স্প্যানটি ১৬ ও ১৭ নং পিলারের উপর বসানো হয়। এতে সেতুর ২৪শ মিটার বা প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হলো।

এছাড়া এ মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে অন্তত আরো ২টি স্প্যান। এর আগে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্য সেতুটির ২২৫০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়।

এর আগে পদ্মা সেতুর একজন দায়িত্বশীল প্রকৌশলী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ভাসমান ক্রেন তিনাই-ই-তে করে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে নদীতে কুয়াশা থাকায় পৌনে ১০ টায় এটি রওনা হয়। এরপর কয়েকদিনের মধ্যেই ‘৪ডি’ নম্বর স্প্যানটি ২২ ও ২৩ নম্বর খুঁটিতে বসানো হবে। এটির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এ ছাড়া ২১ ও ২২ নং পিলারের উপর আরও একটি স্প্যান এ মাসেই বসানো হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পদ্মা সেতু,স্প্যান,ভাসমান ক্রেন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close