reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি!

শাহরাস্তিতে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং সম্পন্ন। শাহরাস্তির দোয়াভাঙ্গা উঘারিয়া সড়কের আয়নাতলী বাজার থেকে উঘারিয়া-চিতেষী পর্যন্ত ছয় কিলোমিটার সড়ক সম্প্রসারণ কাজ বিদ্যুতের খুঁটি রেখেই কার্পেটিং করা হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

শাহরাস্তির বিভিন্ন সড়কে অন্তত ৮ থেকে ১০টি খুঁটি রয়েছে। এতে করে যেকোনো মুহূর্তেই ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ এসব বৈদ্যুতিক খুঁটির ওপর ৩৩ হাজার ভোল্টের লাইনসহ বিভিন্ন বাসা-বাড়ি এবং অফিসে সংযোগ রয়েছে। সড়কটি দিয়ে প্রতিদিনে স্কুল, কলেজ ও মাদরাসা এবং হাজার হাজার মানুষ যাতায়াত করলেও দেখার কেউ নেই সমাধানের।

স্থানীয় ব্যবসায়ী হাসেম বলেন, ইঞ্জিনিয়ার হোক আর কন্টাক্টর হোক, এসব অদক্ষ লোকজনের হাতে কাজ দিয়ে শহরের সৌন্দর্য নষ্ট করার মানে হয় না। সড়কে বৈদ্যুতিক পিলার রেখেই কাজ চলছে। যেন বাঁধা দেবার কেউ নেই। দপ্তরের মধ্যে সমন্বয় না থাকার কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কার্পেটিং,শাহরাস্তি,বিদ্যুতের খুঁটি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close