চট্টগ্রাম ব্যুরো

  ১৪ ডিসেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ২

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সাইয়িদ ইকরাম শাফি (৪৮) ও আজাদ কামাল নিশান (২০)। সাইয়িদ ইকরাম শাফী নিজেকে ‘দৈনিক দিনকালের’ সাবেক সহ-সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। নিশান শাফির বন্ধু বক্করের ছোট ভাই।

পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, কুমিরা মাজার গেইট এলাকায় শাফি, বক্কর ও নিশানের ‘আহমদিয়া এন্টারপ্রাইজ’ নামে কম্পিউটার ও ফটোকপির দোকান আছে। ওই দোকানে বসে তার একটি ভুয়া আইডি খোলে। সেই আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ পরিবারের সদস্যদের নিয়ে নানা ধরনের কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হতো। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,প্রধানমন্ত্রী,কটূক্তি,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close