হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ০৮ নভেম্বর, ২০১৮

স্কুলের ছাদের পলেস্তারা ধসে ৫ শিক্ষার্থী আহত

চাঁদপুরের হাজীগঞ্জে ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (জুনিয়র হাই স্কুল) এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো— তাসপিয়া আক্তার, ফাতেমা আক্তার, সাফিয়া আক্তার, সাইয়েদুল হোসেন ও রেজাউল ইসলাম।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে তাসপিয়া ও সাফিয়া গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন।

বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা ধসে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালমা আক্তার জানান, ‘আমি জেএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে ছিলাম। খবর পেয়ে স্কুলে ছুটে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে তাৎক্ষনিক চিকিৎসার ব্যবস্থা করি। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানটি উপজেলার একমাত্র জুনিয়র বিদ্যালয়। ক্লাসরুমের সংকট থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করা হচ্ছে।’

উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল বলেন, ‘খবর পেয়ে ক্লাস্টার পরিদর্শক (এটিও) আকতার হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ঝুকিপূর্ণ ভবনে ক্লাস না নিতে অনেক আগেই নির্দেশনা দেয়া হয়েছে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাজীগঞ্জ,স্কুল,ছাদ,পলেস্তারা,ধস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close