পটুয়াখালী প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

ঘূর্ণিঝড় তিতলি : পটুয়াখালীতে জরুরি সভা

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৪ নাম্বার হুশিয়ারী সংকেত থাকায় বুধবার পটুয়াখালীতে ছিলো বৈরি আবহাওয়া। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি সেই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। ঢাকাগামী সকল রুটের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে জেলা প্রশাসক মতিউল ইসলাম চেীধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার বিকেলে জেলা দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুর্যোগকালীন সময় জেলার ৮টি উপজেলার ৭২টি ইউনিয়নের জনগনের জানমাল রক্ষায় করণীয় প্রস্তুতিমূলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে জানানো হয়, খাদ্য বিভাগের ১০১৩২ মেট্রিক টন চাল বিভিন্ন গুদামে মজুদ রয়েছে। অন্যদিকে ১১১টি মেডিকেল টিম, রেডক্রিসেন্ট বাহিনী, বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদল প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়া বন্যাকালীন সময় আশ্রয়ের জন্য মোট ৩৯১টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসনসহ সকল উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দসহ, সরকারি-বেসরকারি সকল বিভাগের প্রধানসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঘূর্ণিঝড় তিতলী,পটুয়াখালী,জরুরী সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close