রংপুর ব্যুরো

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

রংপুরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

রংপুরে বিদ্যুৎ বিতরণ অঞ্চলে নেসকো লিমিটেডের আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আলমনগর কলেজ রোড সংলগ্ন বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮ ও র‌্যালী উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে দেশের ৯০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধাভোগী। আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল তিন হাজার ২৬৮ মেগাওয়াট। এরপর প্রতিবছরই দেশে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। সর্বশেষ ২০১৮ সালের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হলো ১০ হাজার ৮৪ মেগাওয়াট। বর্তমান উৎপাদন বেড়েছে ১৮ হাজার ৩৫০ মেগাওয়াট।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রাফা মো. আরিফ, নেসকো লিমিটেডের রংপুরের প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রকিবুল ইসলাম, তত্ত্ববধায়ক প্রকৌশলী গোলাম মর্তুজা, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, আব্দুল মতিন প্রমুখ।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী আরো বলেন, সরকারের পরিকল্পনা অনুসারে, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যথাক্রমে ২০৩১ সালে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। বিদ্যুৎ উৎপাদনের তুলনামূলক চিত্রই বলে দিচ্ছে বিদ্যুৎখাতের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, নেসকো লিমিটেড রংপুর অঞ্চলের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এর আগে নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুৎ জাতীয় সম্পদ। বিদ্যুৎ অপচয় রোধ করুন, দূর্ঘটনা এড়াতে মানসম্মত বৈদ্যুৎতিক সামগ্রী ব্যবহার করুন । নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন ।

পিডিএসও/ এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ,পালিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close