reporterঅনলাইন ডেস্ক
  ০৮ এপ্রিল, ২০২০

করোনা আক্রান্ত কর্মকর্তা

অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন

দেশে একজন ব্যাংক কর্মকতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যাংকের প্রিন্সিপাল শাখার এক কর্মকর্তার জ্বর ছিল। পরে করোনা সন্দেহে টেস্ট করার পর তার শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।তাই শাখাটি লকডাউন করে দিয়েছি।

তিনি আরও বলেন, যে কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি ব্যাংকের বৈদেশিক লেনদেন শাখায় কাজ করতেন। তার সঙ্গে এই সময় ব্যাংকে ছিলেন ৬২ জন, তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংকটি সম্পূর্ণ লকডাউন থাকবে।

তিনি বলেন, এই সময়টাতে প্রিন্সিপাল শাখার কার্যক্রম মতিঝিল আমিন কোর্ট শাখায় পরিচালিত হবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অগ্রণী ব্যাংক,ব্যাংক লকডাউন,করোনা আক্রান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close