নিজস্ব প্রতিবেদক

  ০৩ ডিসেম্বর, ২০১৯

এবার ১৪৪টি প্রতিষ্ঠান পাচ্ছে ভ্যাট সম্মাননা

সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট পরিশোধকারী ১৪৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার মধ্যে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে ১৩৫টি প্রতিষ্ঠানকে ২০১৭-১৮ অর্থবছরের জন্য পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ভ্যাট দিবসে জাতীয় পর্যায়ে এবং ঢাকাস্থ মূসক কমিশনারেট সংশ্লিষ্ট জেলা পর্যায়ের সর্বোচ্চ মূসক পরিশোধকারীদের (ঢাকার বাইরে অবস্থিত অন্যান্য মূসক কমিশনারেট কর্তৃক তাদের আওতাধীন জেলা পর্যায়ে পুরস্কার প্রদানের আয়োজন করা হবে) সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান সংক্রান্ত অনুষ্ঠান আয়োজন করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআইয়ের প্রতিনিধির সমন্বয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যের (মূসক-বাস্তবায়ন ও আইটি) নেতৃত্বে এ উদ্দেশ্যে গঠিত পুরস্কার মনোনয়ন কমিটি মাঠ পর্যায়ের মূসক কমিশনারেট, বাংলাদেশ ব্যাংক, মূসক অনু বিভাগ, আয়কর বিভাগ এবং শুল্ক অনু বিভাগ থেকে প্রাপ্ত তথ্যাদি পরীক্ষা করে জাতীয় পর্যায়ে ৯টি এবং জেলা পর্যায়ে ১৩৫টি সর্বমোট ১৪৪টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়ার মনোনয়নের সুপারিশ করা হয়েছে।

সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানে মনোনয়নের জন্য যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পূর্ববর্তী অর্থবছর অপেক্ষা রাজস্ব পরিশোধে ন্যূনতম ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। তবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব সংক্রান্ত বিষয়ে কোনো মামলা কোনো আদালত/ট্রাইব্যুনালে বিচারাধীন থাকলে প্রতিষ্ঠানটি রাজস্ব সংক্রান্ত বিষয়ে কোনো অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে প্রতিষ্ঠানের কাছে সরকারের প্রাপ্য কোনো কর বকেয়া থাকলে কিংবা ব্যাংকসহ কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছে ঋণখেলাপি হলে কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ এবং ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর অধীন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বহাল থাকলে ওই প্রতিষ্ঠান মনোনয়ন অযোগ্য বিবেচিত হবে।

ওই নীতিমালার শর্ত ও বিধান মেনে জাতীয় ও জেলা পর্যায়ে সর্বোচ্চ করদাতাদের প্রাথমিক তালিকা মূসক কমিশনারেটগুলো থেকে সংগ্রহ করা হয়েছে।

প্রাথমিক তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারের কোনো বকেয়া পাওনা অথবা ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠানের কাছে ঋণখেলাপি আছে কিনা অথবা তাদের বিরুদ্ধে রাজস্ব সংক্রান্ত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার প্রমাণ অথবা রাজস্ব সংক্রান্ত কোনো মামলা চলমান আছে কিনা সেসব বিষয়ের নীতিমালার বিধান অনুসারে মূসক অনু বিভাগ, শুল্ক অনু বিভাগ, আয়কর অনু বিভাগ ও বাংলাদেশ ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভ্যাট সম্মাননা,এনবিআর,পুরস্কার,জাতীয় ভ্যাট দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close