reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুলাই, ২০১৯

সোনার দাম আবার বাড়ল

২০ দিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৭ টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এ দাম বেড়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ গত ৪ জুলাই ভরিতে সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৪১ টাকা বাড়ানো হয়েছিল। নতুন মূল্য আজ বুধবার থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২৩ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ধরা হয়েছে ৬৫ হাজার ২৭ টাকা। আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫৩ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫০ হাজার ৩০ এবং ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৪৬ হাজার ১৪ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি দাম ২৩ ক্যারেট ৬৩ হাজার ৮৬০ টাকা, ২২ ক্যারেট ৫২ হাজার ১৯৬, ২১ ক্যারেট ৪৯ হাজার ৮৬৪ ও ১৮ ক্যারেট ৪৪ হাজার ৮৪৮ টাকা।

ভরিতে ২৩ ক্যারেটে এক হাজার ১৬৭ টাকা, ২২ ক্যারেটে এক হাজার ১৬৭, ২১ ক্যারেটে এক হাজার ১৬৬ ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে এক হাজার ১৬৬ টাকা বেড়েছে।

তবে স্থিতিশীল আছে সনাতন পদ্ধতিতে সোনা ও রুপার দাম। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৬ হাজার ৮২৭ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সোনা,বাজুস,জুয়েলার্স সমিতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close