reporterঅনলাইন ডেস্ক
  ১৯ আগস্ট, ২০১৮

গাবতলীতে বিশালদেহী ‘বাজারের রাজা’

রাজধানীর গাবতলী হাটে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরুর তকমা জুটেছে 'বাজারের রাজা'র গায়ে। ক্রেতাসহ উৎসুক জনতা ভিড় করছেন ষাড় গরুটি দেখতে। বিক্রেতা বাজারের এ রাজার দাম হাঁকছে ২৮ লাখ টাকা। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ১৮ লাখ টাকা।

গাবতলীর হাটের এবারের আর্কষণ ‘বাজারের রাজা’ নিজেই। ৪২মণ ওজনের বিশালদেহী অস্ট্রেলিয়ার পিউর ফ্রিজিয়ান বিটের গরু। এমন বিশালদেহী ও ওজনের কারণে ‘হাটের রাজার’ ব্যাপারী আবেগাপ্লুত হয়ে তো বলেই ফেলেছেন এইটি নাকি এখন পর্যন্ত বাংলাদেশর সবচেয়ে বড় গরু।

গরুটি সম্পর্কে ব্যাপারী রাজু বলেন, ২০১৩ সালে ‘বাজারের রাজা’ জন্ম। পিউর ফ্রিজিয়ান বিটের এই গরুটি সরাসরি অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছে। বিগত ৫ বছরে ধরে গরুটিকে আমরা সিরাজগঞ্জের একটি খামারে লালন পালন করি।

তিনি আরও জানান, গরুটির নেট ওজন ১৭’শ কেজি অর্থাৎ সাড়ে ৪২ মন। আমরা শুক্রবার গরুটিকে হাটে তুলি। এরপর থেকে মানুষজনের ভিড় বেড়েই চলেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাজারের রাজা,গাবতলী পশুর হাট,ষাড় গরু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close