reporterঅনলাইন ডেস্ক
  ০৩ মার্চ, ২০১৮

পাট দিবস : রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি

জাতীয় পাট দিবসকে সামনে রেখে আজ শনিবার রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে এক বর্ণাঢ্য নৌ-র‌্যালি ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস- ২০১৮। র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান ও পাট অধিদপ্তরের মহাপরিচালক শামসুল হকসহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। হাতিরঝিলে ১০০ নৌকার বর্ণাঢ্য র‌্যালিতে ফুটে উঠে আবহমান বাংলার রূপ ও সৌন্দর্য্য। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক বলেন, সোনালী আঁশ পাটের হরানো গৌবর ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ও এর আধুনিকায়ন জরুরি। মির্জা আজম বলেন, পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। এ বছর পাট দিবসের প্রতিপাদ্য- সোনালী আশেঁর সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাট দিবস,বর্ণাঢ্য র‌্যালি,রাজধানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist