reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৮

৫ বছরে ১০০ হাইটেক উদ্যোক্তা তৈরির উদ্যোগ

আগামী ৫ বছরে ১০০ হাইটেক উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। দেশে জ্ঞানভিত্তিক ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের বিকাশে এই প্রতিষ্ঠানটির আওতায় স্থাপিত টুল ইন্সটিটিউটের মাধ্যমে এসব উদ্যোক্তা তৈরি করা হবে। আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘টেকসই প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়। বিটাক আয়োজিত এই সেমিনারে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এনামুল হক প্রধান অতিথি ছিলেন। বিটাকের মহাপরিচালক ড. দিলীপ কুমার শর্মার সভাপতিত্বে এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. সৈয়দ মোঃ ইহ্সানুল করিম।

অন্যানন্যের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহিদুল ইসলাম, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, প্রধান বয়লার পরিদর্শক মোঃ আব্দুল মান্নান ও লাইন ইঞ্জিনিয়ারিং শিল্প গবেষক মাসুম তালুকদার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সেমিনারে বক্তারা শিল্পায়নের লক্ষ্য অর্জনে দেশে দক্ষ ও প্রশিক্ষিত কারিগরি জনবল গড়ে তোলার ওপর জোর গুরুত্ব দেন। তারা বলেন, উৎপাদনমুখী বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহারের জন্য নিজস্ব প্রযুক্তিতে যন্ত্রপাতি তৈরির সক্ষমতা বাড়াতে হবে। এ লক্ষ্যে তারা বেসরকারিখাতে টুল ভিলেজ গড়ে তোলার তাগিদ দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাইটেক উদ্যোক্তা তৈরির উদ্যোগ সাব কন্ট্রাকটিংয়ের শিল্পের বিকাশ এবং নি¤œপ্রযুক্তির শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বর্তমান সরকার ঘোষিত শিল্পসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনও সহজ হবে বলে তারা মন্তব্য করেন। বক্তারা বলেন, শিল্প কারখানায় উৎপাদনশীলতা বাড়াতে দেশেই আমদানিবিকল্প (কম্পিউটার নিউমারিকেল কন্ট্রোল- ‘সিএনসি’) মেশিন উদ্ভাবন করতে হবে।

স্থানীয় চাহিদা বিবেচনা করে ইতোমধ্যে বিটাক মডেল সিএনসি মেশিন তৈরি করেছে উল্লেখ করে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে তারা সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে বিশেষায়িত টুল ইকোনোমিক জোন গঠনেরও পরামর্শ দেন বক্তারা।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাইটেক উদ্যোক্তা,উদ্যোক্তা তৈরির উদ্যোগ,বিটাক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist