নিজস্ব প্রতিবেদক

  ২৪ মে, ২০১৭

‘হালাল ট্যুরিজম’ নিয়ে বৈঠক

‘মুসলিম দেশগুলোতে হালাল ট্যুরিজমের যে ব্যাপক বাজার সৃষ্টি হয়েছে তা থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশ লাভবান হতে পারে।’ গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্টদূত ড. জাবেদ বিনহাজর আল সেহী সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ কথা জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৈঠকে তারা বিভিন্ন বিষয়ে একমত হন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় মিল ছাড়াও উভয় দেশের

(বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত) রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও ইতিহাস যা দেশ মধ্যে নতুন নতুন যোগাযোগের ক্ষেত্র উন্মোচন করতে পারে। উভয় দেশের পর্যটকদের আকর্ষণ করতে প্যাকেজ ট্যুর এবং অন-অ্যারাইভাল ভিসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অভিমত

ব্যক্ত হয়। এছাড়া, ঢাকা-দুবাই, আবুধাবি এবং শারজাহর মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি ও পর্যটনের বিকাশে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে দুই দেশ সম্মত হয়েছে। বৈঠকে মুসলিম দেশসমূহে বিরজমান অনৈক্য, গোষ্ঠীগত সংঘাত, সন্ত্রাসবাদ এবং ইসলামী সম্মেলন সংস্থার ভূমিকা ও আগামী ১০-১২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ওআইসির পর্যটনমন্ত্রীদের সম্মেলন প্রসঙ্গে আলোচনা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist