নিজস্ব প্রতিবেদক

  ২৪ মে, ২০১৭

সনদ পেল সিটি ইকোনমিক জোন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮১ দশমিক ৮৮ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজে হাত দিয়েছে ভোগ্যপণ্য সরবরাহকারী বেসরকারি প্রতিষ্ঠান সিটি গ্রুপ। গতকাল সোমবার সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুল রহমানের হাতে নতুন অর্থনৈতিক অঞ্চলের প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স তুলে দেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

বেজার পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুই কিলোমিটার দূরে শীতলক্ষ্মা নদীর তীর নোয়াগাঁও, চরগন্ধপুর, গন্ধবপুর ও উত্তররূপসী মৌজায় ৮১ দশকি ৮৮ একর জমির অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হতে চলেছে। বেজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে সিটি ইকোনমিক জোনের মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুং ও গ্যাস সংযোগ রয়েছে, যা ইকোনমিক জোন থেকে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সরবরাহ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist