নিজস্ব প্রতিবেদক

  ১৭ জানুয়ারি, ২০১৯

লেনদেনের শীর্ষে বিমা খাত

বুধবার দেশের পুঁজিবাজারে লেনদেন ও সূচক ছিল আগের দিনের চেয়ে সামান্য কম। অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ছিল কম। এমন পরিস্থিতিতে লেনদেনের শীর্ষে উঠে আসে বিমা খাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বাজারে বিমা খাতের ৪৭টি কোম্পানি তালিকাভুক্ত। এর মধ্যে বেড়েছে ৩২টির এবং কমেছে ১০ টির এবং অপরিবর্তিত ছিল ৪টি কোম্পানির শেয়ার দর। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনে বিমা খাতের দখলে ছিল ১৭ শতাংশ। এদিন বিমা খাতের লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৭৫ কোটি টাকা। লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল ফার্মাসিউটিক্যাল খাত। এ খাতটির দখলে ডিএসইর মোট লেনদেনের ১৩ শতাংশ। খাতটির লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৩১ কোটি ২৯ লাখ টাকা। প্রকৌশল খাত ছিল লেনদেনের তৃতীয় অবস্থানে। ডিএসইর মোট লেনদেনে খাতটির অংশগ্রহণ ১২ শতাংশ। লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১১৯ কোটি ৭২ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ দিন বিমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দর অবহেলিত ছিল। আলোচিত সময়ে কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সামান্য। কিন্তু সামনে ব্যাংক, বিমা এবং নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানিগুলোর লভ্যাংশের মৌসুম। আর লভ্যাংশকে কেন্দ্র করে এসব প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। যার প্রভাব পড়েছে লেনদেনে। ফলে বিমা খাত লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close